খেলনা পিস্তল ও অটোমেটিক ছুরি নিয়ে ছিনতাইয়ের প্রস্তুতি

পটিয়ায় দুই কিশোর গ্যাং লিডার গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | সোমবার , ৬ সেপ্টেম্বর, ২০২১ at ১০:২৮ পূর্বাহ্ণ

খেলনা পিস্তল দিয়ে ছিনতাইয়ের প্রস্তুুতিকালে র‌্যাবের হাতে ধরা পড়েছে দুই কিশোর গ্যাং লিডার। পটিয়া পৌর সদরের বাইপাস দক্ষিণঘাটাস্থ রাস্তার মাথা থেকে শনিবার রাত ৮টার দিকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৭ এর একটি টিম। এসময় তাদের কাছ থেকে ১টি খেলনার পিস্তল ও একটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, পৌর সদরের ৬নং ওয়ার্ডের মৃত আবুল কালামের পুত্র মো. কানন (২২) ও ৭নং ওয়ার্ডের বাহুলী গ্রামের আবু তাহেরের পুত্র মো. সায়েম (২৩)। তাদেরকে গতকাল দুপুরে পটিয়া থানায় হস্তান্তর করেছে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব-৭ এর এসআই মো. জায়দুল হক চৌধুরী বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
র‌্যাব ও থানা সূত্রে জানা যায়, ছিনতাইকারীরা শনিবার রাত ৮টার দিকে পটিয়া বাইপাস রাস্তার পাশে দক্ষিণ ঘাটাস্থ এলাকায় অস্ত্রসহ ছিনতাইয়ের প্রস্তুুতি নিচ্ছিল। এমন খবর পেয়ে র‌্যাবের একটি টিম ঘটনাস্থল পৌঁছে একটি খেলনা পিস্তল ও একটি অটোমেটিক ছুরিসহ তাদেরকে গ্রেপ্তার করে।
তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানা যায়, প্রায় সময় বাইপাসসহ পটিয়া পৌরসদরের বিভিন্ন এলাকায় পথচারীদের ভয়ভীতি দেখিয়ে তারা টাকা, মোবাইলসহ বিভিন্ন মালামাল ছিনতাই করে। এর আগে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছিল।
এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে। এরা দীর্ঘদিন ধরে ছিনতাই কাজে জড়িত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআদালতে হাজির হননি মুফতি ইজাহার, সময়ের আবেদন
পরবর্তী নিবন্ধআইনজীবী সমিতির আজকের বৈঠকে আসতে পারে সিদ্ধান্ত