খেলতে খেলতে উঠান থেকে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২১ at ৯:৫৮ অপরাহ্ণ

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে সামিয়া নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার উত্তর ধুরং ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ইউনিয়নের আকবর বলী পাড়ার শাহাবুদ্দিন (শাফু)-এর কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার বিকালে বাড়ির উঠানে খেলা করার সময় শিশু সামিয়া পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পার্শ্ববর্তী
পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে প্রতি বছর অর্ধশতাধিক শিশু মারা যায় যা জেলার সর্বোচ্চ।

পূর্ববর্তী নিবন্ধরিকশা ছিনতাই করতেই শ্বাসরোধে হত্যা
পরবর্তী নিবন্ধবান্দরবানের সঙ্গে রুমা ও থানচির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন