খেরসনে ৪০০ অধিক যুদ্ধাপরাধ

মুক্ত খেরসন সফর করলেন প্রেসিডেন্ট জেলেনস্কি

করেছে রাশিয়া | মঙ্গলবার , ১৫ নভেম্বর, ২০২২ at ৮:২২ পূর্বাহ্ণ

খেরসনে যুদ্ধাপরাধ ও বেসামরিকদের হত্যার জন্য রাশিয়ার সেনাদের অভিযুক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। গত সপ্তাহে রাশিয়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশটির একই নামের প্রধান শহর থেকে সেনা প্রত্যাহার করার পর সেটির নিয়ন্ত্রণ নেয় ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন থেকে রুশ বাহিনী সরে যাওয়ার পর কয়েকমাসের দখলদারিত্ব মুক্ত এই নগরীটি পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সোমবার তিনি খেরসনে যান। রোববার রাত্রিকালীন ভিডিও বক্তৃতায় জেলেনস্কি বলেন, তদন্তকারীরা ইতোমধ্যেই রাশিয়ার চারশরও বেশি যুদ্ধাপরাধ নথিবদ্ধ করেছে। বেসামরিক ও সেনাদের মৃতদেহ পাওয়া গেছে। খবর বিডিনিউজের।
দেশের অন্যান্য অংশে প্রবেশ করে যা করেছিল সেই একই রকম বর্বরতার চিহ্ন রেখে গেছে রাশিয়ার সেনাবাহিনী। তারা জেলেনস্কির এসব অভিযোগ যাচাই করতে পারেনি। তাদের সেনারা সচেতনভাবে বেসামরিকদের লক্ষ্যস্থল করছে, এমন অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর একমাত্র যে প্রাদেশিক রাজধানীটি রাশিয়া দখল করেছিল সেই খেরসন কয়েকদিন আগে ছেড়ে যায় রুশ বাহিনী, এরপরই ইউক্রেনীয় সেনারা শহরটির নিয়ন্ত্রণ নিতে শুরু করে। গত শুক্রবার ইউক্রেনীয় সেনারা খেরসনের কেন্দ্রস্থলে হাজির হওয়ার সময় নগরীর উল্লসিত বাসিন্দারা তাদের স্বাগত জানায়।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১১.০৬ কোটি টাকা
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর গুলিতে নিহত ৩