সম্প্রতি পুনর্দখল করা খেরসনে রাশিয়ার হামলায় অন্তত ১০ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেইন কর্তৃপক্ষ। রুশ হামলার পর শহরটির রাস্তায় একাধিক রক্তাক্ত মৃতদেহ পড়ে ছিল জানিয়ে মস্কো আনন্দের জন্য মানুষ হত্যা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগও করেছে তারা। অন্যদিকে মস্কোপন্থি এক কর্মকর্তা খেরসনে ওই হামলার দায় কিইভবাহিনীর ওপর চাপিয়ে বলেছেন, রুশ বাহিনীর ওপর দায় চাপাতে ইউক্রেইনই শহরটিতে গোলা ছুড়ে মানুষ মেরেছে। বড়দিনের আগে খেরসনে বেসামরিক হতাহতের দায় দু্ই পক্ষ এভাবেই একে অপরের উপর চাপিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বর বিডিনিউজের।
দশ মাস ধরে রাশিয়ার আক্রমণ প্রতিহত করে আসা ইউক্রেইনের সদ্যই যুক্তরাষ্ট্রের কাছে সেনাবাহিনীর জন্য আরও অস্ত্র চেয়ে ফেরা প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি টেলিগ্রামে হামলা পরবর্তী খেরসনে গাড়ি পোড়ার, চুরমার হয়ে যাওয়া জানালা ও মৃতদেহ রাস্তায় পড়ে থাকার ছবি দিয়েছেন।