দক্ষিণাঞ্চলীয় খেরসনের কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রাম পুনরুদ্ধার করেছে ইউক্রেনীয় সেনারা। রুশ সেনারা পিছু হটার পর দ্রুত সেগুলোর নিয়ন্ত্রণ নেয় তারা। কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও পোস্ট করেছে, তাতে আশপাশের কয়েকটি গ্রাম পুনরুদ্ধারের খবরের মধ্যে ৩৫তম মেরিন ব্রিগেডকে দাভাইদিভ ব্রিদ গ্রামে ইউক্রেনীয় পতাকা তুলতে দেখা গেছে। খবর বিডিনিউজের।
ইতোমধ্যে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চল থেকে রুশ বাহিনীগুলোকে পিছু হটতে বাধ্য করেছে ইউক্রেনীয় সেনারা। এখন দক্ষিণেও তারা পিছু হটতে বাধ্য হচ্ছে বলে বিবিসি জানিয়েছে।












