চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য-সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, বীর উত্তম খেতাব বাতিল করে জনগণের হৃদয় থেকে শহীদ জিয়ার নাম মুছে ফেলা যাবে না। মুক্তিযুদ্ধের ইতিহাস ও জিয়াউর রহমান একই সূত্রে গাঁথা। জিয়াউর রহমানকে অস্বীকার করা মানে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করা। গতকাল বুধবার নগরীর কাজীর দেউড়ি নাসিমন ভবনের মাঠে জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত চট্টগ্রাম মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন এ এম নাজিম উদ্দিন, নূরে আরা ছাফা, এম এ আজিজ, মিয়া ভোলা, এড. আব্দুস সাত্তার, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দীন, শাহ আলম, ইসকান্দার মির্জা, আবদুল মান্নান, সদস্য হারুন জামান, আলী, মাহবুবুল আলম, এড. মফিজুল হক ভুইয়া, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, নাজিম উদ্দিন আহমেদ, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, জাহাঙ্গীর আলম দুলাল, আবুল হাসেম, শামসুল হক, আনোয়ার হোসেন লিপু, গাজী সিরাজ উল্লাহ, মনজুর আলম চৌধুরী মঞ্জু, কামরুল ইসলাম, মোশারফ হোসেন দীপ্তি, এইচ এম রাশেদ খান, মনোয়ারা বেগম মনি, মনজুর কাদের প্রমুখ।
দক্ষিণ জেলা বিএনপি : চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী। সদস্য সচিব মোস্তাক আহমদ খানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন মোশারফ হোসেন, আবদুল গাফফার চৌধুরী, মফজল আহমদ চৌধুরী, জামাল হোসেন, ভিপি মোজ্জাম্মেল, লায়ন হেলাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান চৌধুরী, নুরুল কবির, অধ্যাপক আহসানে মওলা, লোকমান, শহীদুল্লাহ চৌধুরী, ইউসুফ চৌধুরী, সাইফু উদ্দিন প্রমুখ।
উত্তর জেলা বিএনপি : চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে গতকাল কার্যালয়ের সামনে জেলা কমিটির সদস্য অধ্যাপক ইউনুস চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সদস্য নুর মোহাম্মদের সঞ্চালনায় বক্তব্য রাখেন এম এ হালিম, নুরুল আমিন, নূর মোহাম্মদ, জসিম উদ্দিন শিকদার, এড আবু তাহের, আব্দুল আউয়াল চৌধুরী, সেলিম চেয়ারম্যান, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, আনোয়ার হোসেন, শাহীদুল ইসলাম চৌধুরী, সালাউদ্দিন সেলিম, চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন, আবু জাফর চৌধুরী, আলমগীর ঠাকুর, ডা. রফিকুল আলম চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, আতিকুল ইসলাম লতিফি, সরোয়ার উদ্দিন সেলিম, আব্দুল বারেক, সৈয়দ নাসির উদ্দিন, মনিরুল আলম জনি, আলাউদ্দিন, শওকত আকবর সোহাগ, ছৈয়দ ইকবাল, লিয়াকত, শওকাতুল ইসলাম শিমুল, মোক্তাদির মাওলা, হারুন, নার্গিস আক্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।