খেতাব বাতিলের সিদ্ধান্ত মহান মুক্তিযুদ্ধকে অবমাননার শামিল

চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিবৃতি

| বুধবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০৭ পূর্বাহ্ণ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। গতকাল
মঙ্গলবার দেয়া বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার ৫০ বছর পর জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত অনভিপ্রেত ও দূরভিসন্ধিমূলক। গত এক যুগের বেশি সময় ধরে জিয়াউর রহমান এবং তার পরিবারকে ধ্বংসের ধারাবাহিক ষড়যন্ত্র চলছে; খেতাব বাতিলের সিদ্ধান্ত এরই অংশ। এর মাধ্যমে কেবল জিয়াউর রহমানকে নয়, প্রকারান্তরে মহান মুক্তিযুদ্ধকে অবমাননা করা হয়েছে। বিবৃতিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপি আয়োজিত মিছিল-সমাবেশে পুলিশি হামলার নিন্দা জানানো হয়। বিবৃতিদাতা শিক্ষকরা হলেন ফোরামের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, সাধারণ সম্পাদক প্রফেসর এস এম নছরুল কদির, ড. মো. শফিকুল ইসলাম, ড. মোহাম্মদ মোশারফ হোসেন, মুহাম্মদ যাকারিয়া, ড. জাহেদ হোসাইন সিকদার, ড. মোহাম্মদ আলী চৌধুরী, ড. মো. মোয়াজ্জেম হোসেন মিয়া, ড. মো. মারুফ হোসেন, ড. মোহাম্মদ কামাল হোসাইন, ড. মোহাম্মদ সালেহ জহুর, ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, ড. মো. আব্দুল মান্নান, জাহেদুর রহমান চৌধুরী, ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, ড. মু. জাফর উল্লাহ্‌ তালুকদার, ড. শেখ বখতিয়ার উদ্দিন, ড. এ কে এম মাহফুজুল হক, ড. জয়নাল আবেদীন সিদ্দিকী, ড. আশরাফুল আজম খান, ড. আবু নছর মুহাম্মদ আবদুল মাবুদ, ড. মো. শাহাদাত হোসেন, ড. জহুরুল আলম, ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান, ড. মো. আমান উল্লাহ, ড. মো. সিরাজ উদ্দীন, ড. আনোয়ার হোসেন, মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, মো. জমালুল আকবর চৌধুরী, মো. মেজবাউল আলম, মো. আলম চৌধুরী, এ জি এম নিয়াজ উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধছাগল বাঁচাতে গিয়ে নারী দগ্ধ