খেতাব বাতিলের সিদ্ধান্ত রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ

প্রতিবাদ সমাবেশে ডা. শাহাদাত

| বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৩ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশ ও জিয়াউর রহমান একে অপরের সম্পূরক। জিয়াকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের ইতিহাস রচনা করা সম্ভব নয়। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য শেখ মুজিবুর রহমানের সরকার তাকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করেন। এখন সেই খেতাব বাতিলের সিদ্ধান্ত সরকারের রাজনৈতিক প্রতিহিংসা ও হীনমন্যতার বহিঃপ্রকাশ। গতকাল বুধবার বিকালে নাসিমন ভবনের দলীয় কার্যালয় মাঠে জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে তিনি এসব কথা বলেন। শাহাদাত বলেন, জিয়াউর রহমানের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। ইতিহাস তার নিজস্ব গতিতে চলে। প্রতিহিংসা ও বিদ্বেষের রাজনীতি দিয়ে ইতিহাস বদলানো যায় না। সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, জিয়াউর রহমানের খেতাব নিয়ে হঠকারী কোনো সিদ্ধান্ত নিলে চট্টগ্রামের মাটি থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, সরকারের এই সিদ্ধান্ত দেশের রাজনীতিকে আরও দুর্বিসহ ও সংকটময় করে তুলবে। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, মো. মিয়া ভোলা, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইস্কান্দর মির্জা, আব্দুল মান্নান, এরশাদ উল্লাহ, সামশুল আলম, জয়নাল আবেদিন জিয়া, মো. আলী, মফিজুল হক ভূঁইয়া, নিয়াজ মো. খান, ইকবাল চৌধুরী, নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, আশরাফ চৌধুরী, নাজিম উদ্দিন আহমেদ, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আবুল হাসেম, সামশুল হক, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, মঞ্জুর আলম চৌধুরী, কামরুল ইসলাম, মনোয়ারা বেগম মনি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশ শিক্ষাখাতে ব্যাপক সফলতা অর্জন করেছে
পরবর্তী নিবন্ধঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওজন স্কেল বন্ধের দাবি