বৃষ্টি এলো তখন আমি ইশকূলেতে যাচ্ছিলাম,
বৃষ্টি ফোঁটার পরশ পেয়ে আনন্দ খুব পাচ্ছিলাম।
কলা পাতার ছাতা মাথায় খুশি মনে নাচছিলাম।
কদম ফুলের মতো করে বৃষ্টি জলে হাসছিলাম,
পিঠে পেয়ে রঙিন ডানা পাখির মতো ভাসছিলাম।
বই ভিজেছে নাই সে খেয়াল খুশির ধারা লুটছিলাম,
ইশকূলে আর হয়নি যাওয়া বাড়ির পানে ছুটছিলাম।
রাগ করে মা খুব বকবেন চিন্তা মাত্র দুটি ছিল,
হঠাৎ পেলাম খুশির খবর ইশকূলে আজ ছুটি ছিল।