চসিক পরিচালিত চকবাজার ওয়ার্ডের নাজমাঈ ডেমিরেল দাতব্য চিকিৎসা কেন্দ্রের জরাজীর্ণ ভবন সংস্কারের পর গতকাল সোমবার বিকেলে পুনরায় ওয়ার্ডের বাসিন্দাদের চিকিৎসার জন্য খুলে দেয়া হয়েছে। দাতব্য এই চিকিৎসা কেন্দ্রের ভবন সংস্কারের পর পুনরায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টীকার কোচ অর্ডিনেটর ডা. ইসমাইল গুরানডকডু। চট্টগ্রামস্থ তুরস্কের অনারারী কনস্যুল সালাহ কাশেম খান। বক্তব্য দেন, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, প্রশাসকের একান্ত সচিব মো. আবুল হাসেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, চসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলী।
প্রধান অতিথির বক্তব্যে তুরস্কের রাষ্ট্রদূত বলেন, বন্ধুত্বের নিদর্শন স্বরূপ আমরা নগরীর চিকিৎসাসেবা নির্বিঘ্ন করতে এই নাজমাঈ ডেমিরেল দাতব্য হাসপাতালের ভবনের সংস্কার কাজে সহায়তা করেছি। গরীব জনগোষ্ঠীর স্বার্থ বিবেচনায় আমরা এগিয়ে আসছি। আগামীতে আমরা চট্টগ্রামের পাশাপাশি রাজধানী ঢাকাতেও এ ধরনের জনহিতকর কাজে সহায়তা করবো। প্রেস বিজ্ঞপ্তি।