খুলে দেওয়া হয়েছে এস আলমের ৯ কোম্পানি

বন্ধের নোটিস প্রত্যাহার

| বৃহস্পতিবার , ২ জানুয়ারি, ২০২৫ at ১০:২৭ পূর্বাহ্ণ

বন্ধের নোটিস প্রত্যাহার করে খুলে দেওয়া হয়েছে চট্টগ্রামভিত্তিক আলোচিত শিল্পগ্রুপ এস আলমের বন্ধ করে দেওয়া নয়টি কোম্পানি। এসব কোম্পানির কর্মকর্তাকর্মচারীরা গতকাল বুধবার কাজে যোগ দিয়েছেন বলে এস আলম গ্রুপের ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ হোসেন জানিয়েছেন। তিনি বলেন, ফরেন এলসি বন্ধ থাকায় বিদেশ থেকে কাঁচামাল আমদানি করা যাচ্ছে না। তাই স্থানীয় বাজার থেকে যতটুকু কাঁচামাল সংগ্রহ করা হবে সে হিসেবে আজ বৃহস্পতিবার থেকে উৎপাদন চালানো হবে। খবর বিডিনিউজের।

কাঁচামাল না থাকার কারণ দেখিয়ে গত ২৪ ডিসেম্বর এস আলম গ্রুপের বিদ্যুৎ কেন্দ্রসহ মোট ৯টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে গ্রুপটি। এসময় কার্যক্রম না চললেও কর্মকর্তাকর্মচারীদের বেতনভাতা পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়।

এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড, ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডএনওএফ, এস আলম স্টিল ও এসআলম ব্যাগের কর্মকর্তাকর্মচারীদের ওই নোটিস দেওয়া হয়। বন্ধের নোটিস জারির এক সপ্তাহ পর ৩১ ডিসেম্বর তা প্রত্যাহার করে নেওয়া হল।

পূর্ববর্তী নিবন্ধএবার থাকবে ১৩০ প্রজাতির ফুল
পরবর্তী নিবন্ধমামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি