চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে কদমতলী রেল গেট পার হতেই খুলে গেল ট্রেনের বগি। এতে আতংক ছড়িয়ে পড়ে ট্রেন যাত্রীদের মাঝে। গতকাল বিকাল সাড়ে ৩টায় ময়মনসিংহের উদ্দেশ্যে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাওয়া ট্রেনে এই ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যাক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি যথা সময়ে চট্টগ্রাম স্টেশন থেকে যাত্রী নিয়ে ছেড়ে ১০০ গজ দূরে কদমতলী রেল গেইট পার হতেই হোস পাইপ খুলে ট্রেনের পেছনের বগিটি খুলে যায়। ট্রেনের হোস পাইপ খুলে যাওয়ার বিষয়টি ট্রেনের গার্ড চালককে জানালে তিনি ট্রেনটি থামিয়ে আবার ঐ বগিটি লাগিয়ে পরবর্তীতে যাত্রা করেন।
এই ব্যাপারে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী আজাদীকে জানান, খুলে যাওয়া বগিটি আবার লাগিয়ে ট্রেনটি পুনরায় চলে গেছে। বেশিক্ষণ সময় লাগেনি।