খুলশী-মনসুরাবাদে বিআরটিএর অভিযান, ৭ গাড়ি ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করার লক্ষ্যে গতকাল বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ভ্রাম্যমাণ আদালত১২ নগরীর খুলশী ও মনসুরাবাদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা। এসময় দুইটি গাড়িকে মামলা দিয়ে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া রুট পারমিটের শর্ত লঙ্ঘন করায় ৭টি হিউম্যান হলারকে ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধগণভোটে ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করতে হবে
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় দোলনা থেকে পড়ে আহত শিক্ষকের মৃত্যু