খুলশী টাউন সেন্টারে প্রিটি লেয়ারস এর যাত্রা

| শুক্রবার , ২ জানুয়ারি, ২০২৬ at ৬:২৪ পূর্বাহ্ণ

নারীদের দৈনন্দিন আরাম, আত্মবিশ্বাস ও স্টাইলকে নতুন মাত্রা দিতে চট্টগ্রামের খুলশী টাউন সেন্টারে আধুনিক আন্ডারগার্মেন্টস শোরুম ‘প্রিটি লেয়ারস’ যাত্রা শুরু করেছে। আন্তর্জাতিক মানের ডিজাইন ও প্রিমিয়াম কোয়ালিটির সমন্বয়ে গড়ে ওঠা এই শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী, ফ্যাশন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বসহ নানা শ্রেণিপেশার অতিথিরা উপস্থিত ছিলেন।

শোরুম কর্তৃপক্ষ জানান, প্রিটি লেয়ারসে সম্পূর্ণ বিদেশ থেকে আমদানি করা আন্ডারগার্মেন্টসের একটি সমৃদ্ধ প্রতিষ্ঠান। আন্তর্জাতিক ট্রেন্ডঅনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটির একমাত্র স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা
পরবর্তী নিবন্ধ২০২৬ সালকে ‘দাওয়াতে খায়র বর্ষ’ ঘোষণা আনজুমান ট্রাস্টের