খুলশী ক্লাবে পিঠা উৎসব

| রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:০৪ পূর্বাহ্ণ

নগরের খুলশী ক্লাব লিমিটেডের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন এবং পিঠা উৎসব উদযাপন করা হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসবের মাধ্যমে শেষ হয়।

সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজালালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। তিনি খুলশী ক্লাবের নানা ব্যতিক্রমী ও সৃষ্টিশীল উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করেন। বায়ান্নর ভাষা আন্দোলন বিষয়ে আলোচনা করেন প্রেসিডেন্ট মোহাম্মদ সাজ্জাদ উল্লাহ। উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট মুহাম্মদ শামসুল আলম, প্রাক্তন প্রেসিডেন্ট আহমেদুল হক আহাম্মেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. নাসির উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নজরুল ইসলাম, উপদেষ্টা পরিষদ সদস্য মো. আমির হোসেন, ডা. শংকর কুমার ঘোষ, জয়েন্ট সেক্রেটারি সাইফুল হুদা জাহাঙ্গীর, অর্গানাইজিং সেক্রেটারি শহিদুল ইসলাম ভুঁইয়া ফরহাদ, ফিন্যান্স সেক্রেটারি ইঞ্জিনিয়ার সামসু উদ্দিন, প্রেস অ্যান্ড মিডিয়া সেক্রেটারি হাসান আকবর, স্পোর্টস সেক্রেটারি মো. নুরুল আবছার, হেলথ সেক্রেটারি প্রফেসর ডা. সৈয়দ মুহাম্মদ টিপু সুলতান, অডিট অ্যান্ড এডুকেশন সেক্রেটারি প্রফেসর ড. মো. সালেহ জহুর, কালচারাল অ্যান্ড সোস্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি মো. শহিদ উল্লাহ, ইসি সদস্য ফখরুল আলম, সদস্য ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার, নুর উন নবী ইমরান, ইঞ্জিনিয়ার এস এম. সাইফুদ্দীন খালেদ, নাসির উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান, আরজু খান, মাহমুদুল হাসান চৌধুরী, শারাফত আলী রিচার্ড, মাহবুব এলাহি চৌধুরী প্রমূখ।

পিঠা উৎসবে অংশগ্রহণকারী সদস্যদের সহধর্মিণীরদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর অনুষ্ঠান সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক খালেদ ছিলেন সমস্ত গতানুগতিকতার ঊর্ধ্বে অনন্যসাধারণ এক ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধমানবতার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে