খুলশী ক্লাবের ২য় পর্যায়ে চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

| শুক্রবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

খুলশী ক্লাবের উদ্যোগে ও গুরা মিয়া ছবুরা খাতুন ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় গত ২৩ ফেব্রুয়ারি নগরীর শেভরন হাসপাতালে ২য় পর্যায়ে ১৮ জন রোগীকে বিনামুল্যে চক্ষুছানি অপারেশন করা হয়। ক্লাব সভাপতি আলহাজ্ব শামসুল আলম এ চক্ষু কার্যক্রমে সার্বিক পৃষ্ঠপোষকতা করেন। ক্লাবের সাধারণ সম্পাদক চক্ষু বিশেষজ্ঞ ডা. এম..করিমের নেতৃত্বে চক্ষু অপারেশনে অন্যান্যদের মধ্যে সহায়তা করেন ডা. তাসমিয়া তাহমিদ, ডা. গোলাম জিলানী।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকার মহিউদ্দীন মো. মোসাদ্দেক, রোটারিয়ান এ.এইচ.এম.জাহাঙ্গীর, ইঞ্জিনিয়ার মো. শামসুদ্দীন প্রমুখ। উল্লেখ্য, খুলশী ক্লাবের সভাপতি আলহাজ্ব শামসুল আলম দীর্ঘ এক যুগের বেশি সময় প্রায় ১২ শত রোগীর বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন সম্পন্ন করেছেন। তিনি বলেন খুলশী ক্লাব ও গুরা মিয়া ছবুরা খাতুন ফাউন্ডেশন সবসময় নিজ অবস্থান থেকে মানবসেবায় ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেন্ট্রাল শপিং কমপ্লেক্স কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স ফেস্টিভাল কাল থেকে
পরবর্তী নিবন্ধ‘শিক্ষা ব্যবস্থাকে স্মার্ট পর্যায়ে নিয়ে যেতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে’