খুলশী ক্লাবের অন্তরঙ্গন ক্রীড়ার পুরস্কার বিতরণী সম্পন্ন

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৩ মে, ২০২২ at ১০:৫৮ পূর্বাহ্ণ

খুলশী ক্লাব লিমিটেডের অন্তরঙ্গন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার রাতে পতেঙ্গাস্থ শাহীন গলফ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের জেনারেল সেক্রেটারি ডা. এম এ করিম, অন্তরঙ্গন ক্রীড়া প্রতিযোগিতার স্পন্সর প্রতিষ্ঠান লংকাবাংলা সিকিউরিটিজের চট্টগ্রামের রিজিওনাল চিফ মোহাম্মদ আমির হোসাইন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা প্রদান করা হয়। এতে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হুমায়ুন কবির ও বীর মুক্তিযোদ্ধা নূর- উন- নবী ইমরান। আবৃত্তিশিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্লাবের সাবেক প্রেসিডেন্ট আহমদুল হক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ক্লাবের সদস্য এবং তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার ২০২০ সালের টেবিল টেনিস ইভেন্টের এককে চ্যাম্পিয়ন ও রানার ট্রফি লাভ করেন যথাক্রমে মো. শাহজালাল ও মো. আনিসুল আলম। ডাবলসে চ্যাম্পিয়ন ট্রফি লাভ করেন মু. শামসুল আলম ও মো. শাহজালাল। ডাবলসে রানার আপ হন মো. নজরুল ইসলাম ও মো. আনিসুল আলম। ফেয়ার প্লে ট্রফি লাভ করেন মো. শওকত আলী তালুকদার।

টেবিল টেনিস প্রতিযোগিতা ২০২২ এ এককে চ্যাম্পিয়ন হন মো. শাহ জালাল। রানার আপ ট্রফি লাভ করেন ডা. সৈয়দ মুহাম্মদ টিপু সুলতান। ডাবলসে চ্যাম্পিয়ন হন মু. শামসুল আলম ও মু. শাহজালাল। রানার আপ ট্রফি লাভ করেন মো. নজরুল ইসলাম ও মো. আনিসুল আলম। ফেয়ার প্লে ট্রফি লাভ করেন ডা. এস,এন, কিবরিয়া।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শামসুল আলম তুষার, কার্তিক মজুমদার পলাশ, স্মৃতি দাশ, আকীল এ সুলতানা, নূর-উন নবী ইমরান ও ডা. এস এন কিবরিয়া প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের আশা লংকান কোচের
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় দাবা সামগ্রী বিতরণ