খুলশী কারাতে একাডেমির বেল্ট ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

| বৃহস্পতিবার , ১৭ আগস্ট, ২০২৩ at ৮:৫৬ পূর্বাহ্ণ

খুলশী কারাতে একাডেমির শিক্ষার্থীদের মাঝে কারাতে বেল্ট ও সনদ প্রদান অনুষ্ঠান সম্প্রতি সম্পন্ন হয়। খুলশী কারাতে একাডেমির প্রেসিডেন্ট লায়ন মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপান কারাতে সোতো ফেডারেশন বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও লায়ন্স জেলা ৩১৫বি৪ এর সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন প্রদীপ কুমার শীল, সরোয়ার আমিন বাবু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মো. কামরুজ্জামা, প্রিন্সিপাল লায়ন লুভনা হুমায়ুন সুমি, সেনসি জয়জিত চৌধুরী, জাওয়াদ চৌধুরী, সাজ্জাদ হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকোয়ালিফাইয়ারে খেলবে সাকিব-লিটনের গল টাইটান্স
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আত্মরক্ষার প্রশিক্ষণ পাবে ১৫ হাজার শিশু-কিশোর