খুলশী ও বায়েজিদ থানা যুবলীগের আলোচনা সভা

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস

| রবিবার , ৮ মে, ২০২২ at ১১:১৮ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা গতকাল শনিবার নগরীর বায়েজিদ থানাধীন রুবি কলোনী এলাকায় খুলশী ও বায়েজিদ থানা যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। আলোচানা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ মহিউদ্দীন।

মহানগর যুবলীগের আহ্‌বায়ক কমিটির সদস্য আবদুর রহিমের সভাপতিত্বে ও যুবনেতা ইকবাল হাসান বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর যুবলীগ নেতা গোলাম রসূল নিশান, শরীফ হোসাইন, মহিনউদ্দীন তুষার, সাইফুদ্দীন সাইফ, আশরাফুল ইসলাম, বায়েজিদ থানা যুবলীগ নেতা রিদোয়ান আহমেদ লেদু, আশিকুর রহমান খোকন, মোহাম্মদ ইদ্রিস, কুতুবুল আবেদিন, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ আলমগীর, মনসুর আলম, বেলাল উদ্দীন, খুলশী থানা যুবলীগ নেতা জসিম উদ্দীন, মনির হোসেন, মনিরুল হক, শাহাদাত রাকিব, ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ সাকিব, মহিউদ্দীন টিপু, জসিম উদ্দীন, মোহাম্মদ রিপন, নুরুল আলম, ইসমাইল, সাদ্দাম, কুদ্দুস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোরকা পরে মুখ ঢেকে বেরোতে হবে আফগান নারীদের
পরবর্তী নিবন্ধছাত্র ইউনিয়নের সাবেক নেতা রাখাল চন্দ্র পালের পরলোকগমন