খুলশী ও বন্দর থানার ওসি পদে রদবদল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২ ডিসেম্বর, ২০২১ at ১০:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল হয়েছে। গতকাল সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ নির্দেশ দেন।
সিএমপির খুলশী থানার ওসি শাহীনুজ্জামানের স্থলাভিষিক্ত হয়েছেন নিরস্ত্র পুলিশ পরিদর্শক (প্রশাসন) সন্তোষ চাকমা। অন্যদিকে বন্দর থানার ওসি নিযাম উদ্দিনের স্থলাভিষিক্ত হয়েছেন নিরস্ত্র পুলিশ পরিদর্শক (সিটিএসবি) জাহেদুল কবির।

পূর্ববর্তী নিবন্ধওমিক্রন পৌঁছেছে ২০ দেশে
পরবর্তী নিবন্ধবাংলার পাশাপাশি ইংরেজি ভাষার চর্চাও দরকার