চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নকশা বহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার খুলশী ও চান্দগাঁও এলাকার ৮টি ভবনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সিডিএর অথরাইজড –১ এর উদ্যোগে বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিযান চলে।
সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে নকশা অনুমোদন নিয়ে খালি জায়গা না রেখে ভবন নির্মাণ করায় ৮ ভবন মালিকের কাছ থেকে ৭ লাখ টাকা আদায় করা হয়। একইসাথে উক্ত ভবনের মালিকদের কাছ থেকে অঙ্গীকারনামা নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নকশার বহির্ভূত অংশ ভেঙে ফেলার নির্দেশনা দেয়া হয়।
অভিযানকালে অথরাইজড অফিস–১ কাজী কাদের নেওয়াজ টিপু, সহকারী অথরাইজড অফিসার ইলিয়াস আকতার, মোহাম্মদ ফারুক, পেশকার ফয়েজ আহমেদ, ইমারত পরিদর্শক আব্দুর রশীদ, স্বপন ভৌমিক, নওশার গণি, মোহাম্মদ দেলোয়ার হোসেন, লিটন চন্দ্র দাস, অফিস সহায়ক মিথু চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
নকশা বহির্ভূত নির্মাণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল করিম।