যান্ত্রিক সমস্যার কারণে গতকাল নগরীর বিস্তৃত এলাকায় গ্যাস ছিল না। বিশেষ করে খুলশীসহ সন্নিহিত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিপুল সংখ্যক মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়। গতকাল সকাল থেকে দুপুর অব্দি সরবরাহ লাইনে বাল্বজনিত সংকটের কারণে গ্যাস সরবরাহ বন্ধ থাকে। পরবর্তীতে বাল্ব পাল্টে ঠিকঠাক করে দেয়ার পর গ্যাস সরবরাহ শুরু হয়।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সংশ্লিষ্ট কন্ট্রোল রুমের কর্মকর্তারা বলেছেন, এটি একটি স্বাভাবিক ঘটনা। সরবরাহ লাইনে বাল্বে একটু সমস্যা দেখা দিয়েছিল। ঠিক করার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে গেছে।