নগরীর খুলশী থানাধীন তুলাতলি এলাকায় ৫ম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। বাসায় একা পেয়ে পাশের একটি পাহাড়ে ফুসলিয়ে ডেকে নিয়ে তিন যুবক এ কাণ্ড করে। এ ঘটনায় জড়িত তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলো আলাউদ্দিন, শাকিল ও শফি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তাদেরকে আজ শনিবার আদালতে তোলা হবে। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আবু বক্কর সিদ্দিক আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।
অতিরিক্ত উপ-কমিশনার আবু বক্কর সিদ্দিক বলেন, ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর মা গার্মেন্টসে চাকরি করেন। মা না ফেরা পর্যন্ত সে বাসায় একাই থাকত। ঘটনার সাথে জড়িত একজনের সাথে তার কথাবার্তা হত। ঘটনার সময় তাকে ওই ছেলে তুলাতলি এলাকার একটি পাহাড়ে নিয়ে যায়। সাথে আরও দু’জন ছেলে ছিল। একপর্যায়ে তারা তাকে ধর্ষণ করে। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর বাড়ি চকরিয়ায় উল্লেখ করে আবু বক্কর সিদ্দিক আরও বলেন, ঘটনার সাথে জড়িত তিনজনকে আসামি করে স্কুল ছাত্রীর মা শুক্রবার বিকালে একটি মামলা করেছেন। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। জানা যায়, মাস দুয়েক আগে চকরিয়া থেকে খুলশীর তুলাতলি এলাকায় এসে বসবাস শুরু করেন ধর্ষণের শিকার স্কুল ছাত্রী ও তার মা।