খুলশীতে সিপিডিএলের কমার্শিয়াল প্রপার্টির যাত্রা শুরু

| বুধবার , ২০ জানুয়ারি, ২০২১ at ১১:১১ পূর্বাহ্ণ

গ্রাহকসেবার মানসিকতা থাকলে যেকোন কঠিন পরিস্থিতিতেও প্রদত্ত প্রতিশ্রুতির বাস্তবায়ন সম্ভব। সিপিডিএল এই ঐতিহ্যের ধারক সেই জন্মলগ্ন হতেই। এরই ধারাবাহিক দৃষ্টান্ত স্থাপনে গত ১৮ জানুয়ারি থেকে রহিম’স প্লাজা ডি সিপিডিএল প্রকল্পের কমার্শিয়াল অংশের হস্তান্তরের মধ্যে দিয়ে শুরু হলো হস্তান্তর প্রক্রিয়া। খুলশীতে নির্মিত এই প্রকল্পটি সিপিডিএলের সঠিক সময়ে প্রকল্প হস্তান্তরের আরও একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে।
নগরীর অভিজাত এলাকা খুলশীতে, ১০.৫ কাঠা ভূমির উপর নির্মিত ৭০ হাজার বর্গফুটের দৃষ্টিনন্দন এই স্থাপনাটি এমনভাবে পরিকল্পিত হয়েছে যা চট্টগ্রামের কমার্শিয়াল প্রপার্টি বাজারে সম্পূর্ণ নতুন ও ভিন্নমাত্রার অভিজ্ঞতা নিয়ে আসবে। সকলের আন্তরিক সহযোগিতা, সমর্থন ও আস্থার সম্মিলিত শক্তিতেই এই দুঃসময়েও প্রকল্প হস্তান্তরের মতো জটিল প্রক্রিয়া সিপিডিএল পরিবার অনায়াসে সম্পাদন করতে পেরেছে বলে অনুষ্ঠানে উপিস্থিত অতিথিবৃন্দ মত প্রকাশ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি মালিক ডাঃ আবদুর রহিম, সিপিডিএলের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, ডিরেক্টর রেজাউল করিম, চীফ অপারেটিং অফিসার মো. খায়রুজ্জামান জোয়ারদার, চীফ ইঞ্জিনিয়ার তৈয়বুল আলম, চীফ বিজনেস অফিসার জিয়াউল হক খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ের বামনশাহী খালে চসিকের পরিচ্ছন্নতা অভিযান
পরবর্তী নিবন্ধশুরু হচ্ছে সিসিমপুরের সিজন-১৩