নগরীর দক্ষিণ খুলশীর ২ নম্বর রোড এলাকার একটি ভবনের দ্বিতীয় তলার সানশেড থেকে এক গৃহকর্মীর রক্ষাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ১৭ এপ্রিলের ঘটনা হলেও গতকাল বিষয়টি জানা জানি হয়। আদালত ও পুলিশ সূত্র জানায়, আমেনা নামের ওই গৃহকর্মী ২ নম্বর রোডের ১০১ নম্বর ভবনের ছয় তলার বি–৬ ফ্ল্যাটে চরপাথরঘাটার ইউপি চেয়ারম্যান হাজী ছাবের আহমদের বড় ছেলে মো. সাইফুল ইসলামের বাসায় কাজ করতেন। একই বাসায় কাজ করতেন মো. ফাহিম নামের অপর একজন গৃহকর্মী। তার হাতেই ধর্ষণ চেষ্টার শিকার হয় আমেনা।
বাসার কর্তার কাছে এবং পুলিশকে বিষয়টি বলে দিতে চাওয়ায় মো. ফাহিম তাকে গলা টিপে ধরে বেলকনি দিয়ে নিচে ফেলে দিলে ভবনের দ্বিতীয় তলার সানশেডে আটকে পড়ে এবং গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন। ১৪ বছর বয়সী ভিকটিম গৃহকর্মী আমেনা রাঙ্গুনিয়ার পদুয়া রাজারহাটের সর্দার বাড়ির হাবিবুর রহমানের মেয়ে। অন্যদিকে অভিযুক্ত মো. ফাহিম কর্ণফুলীর চর পাথরঘাটা এলাকার ছাবের চেয়ারম্যান বাড়ির মো. আলী আকবরের ছেলে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা আজাদীকে বলেন, আমেনা আড়াই মাস আগে ২ নম্বর রোডের ১০১ নম্বর ভবনের ছয় তলার বি–৬ ফ্ল্যাটে গৃহকর্মী হিসেবে যোগদান করেন। অন্যদিকে মো. ফাহিম ফ্ল্যাটটিতে আড়াই বছর ধরে কাজ করে আসছিলেন। ওসি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর মো. ফাহিমকে গ্রেপ্তার করা হয়। পরদিন সে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছে। বর্তমানে সে কারাগারে রয়েছে।












