নগরীর খুলশী থানাধীন এলাকায় পারিবারিক কলহের জেরে বিষপানে খোরশেদা বেগম (৪০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার সকাল ৬টায় খুলশীর সিটি কর্পোরেশন স্টাফ কোয়ার্টার কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খোরশেদা বেগম সিটি কর্পোরেশন স্টাফ কোয়ার্টার কলোনির মো. আবুল হোসেনের স্ত্রী।
এই ব্যাপারে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) মো. সাদিকুর রহমান আজাদীকে জানান, পারিবারিক কলহের জের ধরে এই গৃহিনী বিষপান করেছেন। এরপর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।












