খুলশীতে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ মার্চ, ২০২২ at ৮:০৮ পূর্বাহ্ণ

নগরীর খুলশী থানাধীন এলাকায় পারিবারিক কলহের জেরে বিষপানে খোরশেদা বেগম (৪০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার সকাল ৬টায় খুলশীর সিটি কর্পোরেশন স্টাফ কোয়ার্টার কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খোরশেদা বেগম সিটি কর্পোরেশন স্টাফ কোয়ার্টার কলোনির মো. আবুল হোসেনের স্ত্রী।
এই ব্যাপারে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) মো. সাদিকুর রহমান আজাদীকে জানান, পারিবারিক কলহের জের ধরে এই গৃহিনী বিষপান করেছেন। এরপর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধসিএমপি স্কুল এন্ড কলেজের নবনির্মিত লাইব্রেরীর উদ্বোধন
পরবর্তী নিবন্ধজিয়া স্মৃতি জাদুঘর বন্ধের দাবি