চট্টগ্রাম নগরীর খুলশী থেকে লুণ্ঠিত মালামালসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন – ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামের মৃত মৌলানা সালেহ আহমেদের ছেলে মোহাম্মদ আজম উদ্দীন (৩৮), কক্সবাজার জেলার বর্তমানে চাঁন্দগাও মোহরা কালুর ঘাট এলাকায় বসবাসরত মোঃ সিরাজুল হকের ছেলে মোঃ তারেক রহমান প্রকাশ তারেক (২৩) এবং বায়েজিদ বোস্তামী থানার কুলগাঁও এলাকার আমিরুজ্জামানের ছেলে জসিম (৪৭)।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত পাসপোর্ট, মানিব্যাগ, আইডি কার্ড, ফ্লাইটের টিকেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনসহ ৩-৪ জনের একটি দল গত ১৮ জুলাই নগরীর খুলশী থানাধীন বেবী সুপার মার্কেটের সামনে থেকে আব্দুল রাজ্জাক নামে এক দুবাই প্রবাসীকে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে মারধর করে তার কাছ থেকে ১৩,৫০,০০০ মূল্যের ১০০ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বালা, ৫০,০০০ মূল্যের ০১টি ল্যাপটপ, ৬২,০০০ মূল্যের ০১টি আইফোন ১২ প্রো-ম্যাক্স লুট করে।
এরপর ভুক্তভোগী থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের টিম-৫ এর এসআই মোঃ মহিউদ্দীন রাজু জানান, এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং বাকি মালামাল উদ্ধার অভিযান চলছে।