খুলশীতে শুরু হয়েছে প্রথমবারের মতো দেশীয় পণ্যের ঈদ এক্সিবিশন ‘বৈঠক’। গতকাল শুক্রবার খুলশী থানার বিপরীতে শেখ রেসিডেন্সে এটির আয়োজন করা হয়। এতে অংশ নিয়েছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষিকাসহ চট্টগ্রামের ৫ জন নারী উদ্যোক্তা। আয়োজনের মধ্যে রয়েছে পোশাক নিয়ে ‘মৌরিতা’, গহনা নিয়ে ‘মাদুর’, বিভিন্ন নান্দনিক গিফট আইটেম নিয়ে ‘বিচিত্রা’ এবং বিভিন্ন দেশীয় খাবার নিয়ে আছে ‘তিতাস কন্যা ও হুমা’স কিচেন’। আয়োজক ও উদ্যোক্তারা জানিয়েছেন, সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলছে তাদের এক্সিবিশন বৈঠক। চলবে আজ বৃহস্পতিবারও। উদ্যোক্তা ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষিকা মেহের নিগার আজাদীকে বলেন, আমরা কোন রেস্টুরেন্ট বা কনভেনশন হলে এ আয়োজন করতে পারতাম, কিন্তু আমরা তা করিনি। ক্রেতাদের সুবিধার্থে নিজেদের বাসায় আমরা এ আয়োজন করেছি। যেকোন উৎসব ও আনুষ্ঠানিকতায় আমাদের দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে হবে। এভাবেই হবে আমাদের ঐতিহ্যের প্রচার ও প্রসার, যোগ করেন মেহের নিগার। আয়োজকদের ভাষ্যমতে, অনলাইন মাধ্যমে পণ্য দেখার সুযোগ হয় না ক্রেতাদের, শুধু ছবি দেখেই সিদ্ধান্ত নিতে হয়। তাই তাদের সাথে সরাসরি দেখা সাক্ষাতের জন্য এই আয়োজন।











