খুলশীতে তিনতলা ভবনে আগুন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ মার্চ, ২০২২ at ৯:৪৯ অপরাহ্ণ

নগরীর খুলশী থানাধীন দক্ষিণ খুলশীর এক নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চন্দনপুরা ও আগ্রাবাদ স্টেশনের ৪টি গাড়ি বেলা ২ টা ২৫ আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) মো. ফারুক হোসেন শিকদার দৈনিক আজাদীকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দক্ষিণ খুলশীর ১নং সড়কের তৃতীয় তলার একটি ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন খুব বেশি বড় ছিল না। ফায়ার সার্ভিসের ৪টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে আতংকে বাস চলাচল বন্ধ
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ড্যাগার ও ক্ষুরসহ ৪ ছিনতাইকারী আটক