জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আজ বুধবার থেকে তিনদিনব্যাপী ডায়াবেটিক মেলা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে নগরীর খুলশীতে হাসপাতাল প্রাঙ্গণে সকাল ১১টায় আয়োজিত মেলায় প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী।
তিনি বলেন, মেলার তিন দিন পর্যন্ত থাকবে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে হেলথ ক্যাম্প। এছাড়া ডায়াবেটিক রোগীদের জন্য ইনসুলিন, ওষুধ, ডায়াবেটিস রোগ নির্ণয়ের মেশিনসহ অন্যান্য জিনিসপত্র পাওয়া যাবে। এছাড়া এক্সিকিউটিভ চেকআপ, ডায়রিয়া, নিউমোনিয়া, জরায়ু মুখের ক্যান্সারের টিকা এবং যাবতীয় সামগ্রীর ওপর রয়েছে বিশেষ ছাড়। মেলায় পায়ের চিকিৎসার সরঞ্জামসহ মেডিসিন ও ইনসুলিন সম্পর্কে ধারণা এবং ইনসুলিন নেয়ার কৌশলসহ ডায়াবেটিস সম্পর্কিত বই, খাবার পাওয়া যাবে।
তিনি বলেন, মেলার প্রথম দিন থাকছে অর্থোপেডিক ও ফুট কেয়ার হেলথ ক্যাম্প। দ্বিতীয় দিন সকাল ৯টায় ডায়াবেটিক সেমিনার ও হেলথ ক্যাম্প এবং ১ মার্চ সমাপনী দিন সকাল ৮টায় চর্ম ও যৌন রোগ বিভাগের হেলথ ক্যাম্প ও বিকাল ৩টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সচেতনমূলক কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি এস এম শওকত হোসেন, যুগ্ম সম্পাদক মো. শাহনেওয়াজ, ইঞ্জিনিয়ার লায়ন জাবেদ আবছার চৌধুরী, কোষাধ্যক্ষ এএসএম জাফর, নির্বাহী সদস্য মো. শহীদুল আলম, মোহাম্মদ আলী চৌধুরী এবং হাসপাতালের পরিচালক ডা. নওশাদ আজগর চৌধুরী।