খুলশীতে টিপছোরাসহ ইয়াবা কারবারি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ১১:২৯ পূর্বাহ্ণ

নগরীর খুলশী এলাকা থেকে স্টিলের টিপছোরা সহ ইয়াবাকারবারী মো. সুমন প্রকাশ চাকমা সুমনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকাল সোয়া ১১টায় আমবাগান রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সুমন কুমিল্লা জেলার সুরপুর গ্রামের হোসেন মিলন প্রকাশ হিরণের ছেলে। বর্তমানে আমবাগান ছিন্নমুল বস্তির দুলালের কলোনিতে বসবাস করে আসছে। খুলশী থানার এসআই মহিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধারালো স্টিলের টিপ চোরাসহ চাকমা সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কয়েকটি নাম। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৫০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে তার বিরুদ্ধ মাদক ও অস্ত্র আইনে মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাধারণ মানুষের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে
পরবর্তী নিবন্ধউখিয়ায় বিপুল এমফিটামিন নগদ টাকাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার