নগরীর অভিজাত খুলশী এলাকার বাস্কেট ভবনের দ্বিতীয় তলায় জমকালো আয়োজনে গ্র্যান্ড ওপেনিং হয়েছে গোল্ডেন স্পুন মাল্টি কুইজিন রেস্টুরেন্টের। গতকাল বৃহস্পতিবার রাতে গোল্ডেন স্পুনের ব্যাংকুইট হলে ফিতা ও কেক কেটে বর্ণাঢ্য উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। গোল্ডেন স্পুন রেস্টুরেন্টের চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার ইসলাম চৌধুরী, কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ গালিব, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক হাকিম আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডায়মন্ড সিমেন্ট এবং গোল্ডেন স্পুন রেস্টুরেন্টের পরিচালক আবু সুফিয়ান টিপু।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোল্ডেন স্পুন রেস্টুরেন্টের ভাইস চেয়ারম্যান অধ্যাপক হারুন অর রশীদ, ভাইস চেয়ারম্যান শুভাশীষ চক্রবর্তী, ব্যবস্থাপনা পরিচালক তোসাদ্দেক মোর্তজা, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াসিম মারুফ।
রেস্টুরেন্ট উদ্বোধন করে ভূমিমন্ত্রী বলেন, ঢাকার মতো চট্টগ্রামে যে ভালো মানের রেস্টুরেন্ট প্রতিষ্ঠার ট্রেন্ড শুরু হয়েছে তা ইতিবাচক। এতে একদিকে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে অপরদিকে মানুষ বৈচিত্র্যময় ভালো খাবারের স্বাদ নিতে পারছে। ফুড কোয়ালিটি এবং আতিথেয়তার মাধ্যমে গোল্ডেন স্পুন সমগ্র চট্টগ্রামের মানুষের মন জয় করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভূমিমন্ত্রী।
বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক গোল্ডেন স্পুনের উদ্যোক্তাদের জন্য শুভকামনা জানান এবং রেস্টুরেন্টের সাফল্য কামনা করেন।