চট্টগ্রামে অগ্নিকাণ্ডে গরুর খামারের পুড়ে ছাই হয়ে গেছে। এতে খামারে থাকা ২ টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। আজ রবিবার (২২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় খুলশী থানাধীন শহীদ লেইনের দিকে গরুর খামারে আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন ডিউটি অফিসার সাইফুল ইসলাম। তিনি বলেন, খুলশী এলাকার শহীদ লেইন, শহীদ মিনার সংলগ্ন, সৃজনী মাঠের পাশে ভোর সাড়ে ৫ টায় আগুন লাগে। পরে তাতক্ষণিক ফায়ারসার্ভিস গিয়ে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে দুইটি গরু মারা গেছে।
এলাকাবাসীর ধারণা, এটি একটি নাশকতা। তবে মূল ঘটনা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ভোরে আগুন লাগার তথ্য পাই পরে ফায়ারসার্ভিস এসে আগুন নেভায়। বিষয়টি নাশকতা কিনা ফায়ার সার্ভিসের তদন্ত রিপোর্ট পাওয়া গেলে খতিয়ে দেখা হবে।