নগরীর খুলশী থানাধীন ৪নং রোডের একটি বাসায় এসির কাজ করার সময় দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিক মিস্ত্রি নিহত হয়েছে।
গতকাল বুধবার ইফতারের পর সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিস্ত্রির নাম মো. রাফি (২২)। তিনি বোয়ালখালী উপজেলার গুমদন্ডি ইউনিয়নের আব্দুল চৌধুরীর পুত্র।
মিস্ত্রিকে উদ্ধার করা তার এক সহকর্মী নুর উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, এসির কাজ করার সময় দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাফি নিচে পড়ে গেলে দ্রুত উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা দৈনিক আজাদীকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।