খুলশীতে ইয়াবা উদ্ধার মামলায় দুই যুবকের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ জানুয়ারি, ২০২৩ at ১১:৩১ পূর্বাহ্ণ

নগরীর খুলশীতে ২৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধারের একটি মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। দুই আসামি হলেন, কক্সবাজারের চকরিয়া থানাধীন কুটাখালী এলাকার পশ্চিম পাড়ার আবদুচ সাত্তারের ছেলে সৈয়দ হোছন বাদশা ও একই থানার ডুলাহাজারা এলাকার কোনাপাড়ার নুর মোহাম্মদের ছেলে মো. আবু তাহের।

রায়ে নুরুল আমিন ওরফে সাইফুল নামের অপর এক যুবককে খালাস দেওয়া হয়েছে। তিনি বান্দরবান জেলার লামা থানার ফাসিয়াখালী এলাকার নুরুল ইসলামের ছেলে। গতকাল চট্টগ্রামের ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তার এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. ফরিদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক আসামিদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেছেন।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২২ জানুয়ারি খুলশী থানাধীন আমবাগান এলাকা থেকে ২৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ সৈয়দ হোছন বাদশা ও মো. আবু তাহেরকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তৎকালীন খুলশী থানার এসআই মো. আফতাব হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরবর্তীতে ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন হয়।

পূর্ববর্তী নিবন্ধদোহাজারীতে গৃহহীন ২ পরিবার পেল সেমিপাকা বসতঘর
পরবর্তী নিবন্ধনগরীর ছোট বড় সব সড়ক শুকনো মৌসুমে ঝকঝকে হয়ে যাবে