খুলশীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ২২ নভেম্বর, ২০২৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ

নগরীর খুলশী থানাধীন জাকির হোসেন সড়ক এলাকা থেকে আবু বকর চৌধুরী (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ডিবি পুলিশ জানিয়েছে, চান্দগাঁও থানার একটি একটি মামলায় গোপন সংবাদের ভিত্তিতে আবু বকর চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর অনুসারী ছিলেন। গ্রেপ্তারের পর তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার পক্ষে জনসমর্থন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে
পরবর্তী নিবন্ধঢাবির ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত সংস্কারের দাবি ছাত্রদলের