নগরীর খুলশী থানাধীন জাকির হোসেন সড়ক এলাকা থেকে আবু বকর চৌধুরী (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ডিবি পুলিশ জানিয়েছে, চান্দগাঁও থানার একটি একটি মামলায় গোপন সংবাদের ভিত্তিতে আবু বকর চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর অনুসারী ছিলেন। গ্রেপ্তারের পর তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।












