চট্টগ্রামের খুলশী থানাধীন ঝাউতলা এলাকায় অটোরিকশা চালক মো. বেলাল খুনের ঘটনায় মো. রায়হান (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টার তাকে আটক করা হয়।
আটক মো. রায়হান খুলশী থানার ঝাউতলা নালাপাড়া আবহাওয়া অফিস এলাকার মো. আলীর ছেলে।
খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) জায়েদ আব্দুল্লাহ বিন সরওয়ার বলেন, বেলাল খুনের ঘটনায় জড়িত রায়হানকে আটক করা হয়েছে। তার দেওয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও যারা জড়িত আছে তাদেরকে আটক করার চেষ্টা চলছে।