বিসিবি ইয়ং টাইগার্স কাপ ক্রিকেটে অংশ নিতে খুলনা যাচ্ছে চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব–১৪ ক্রিকেট দল। এ লক্ষ্যে বিভাগের ১১ জেলার ৫৫ ক্রিকেটার নিয়ে ১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি বিসিবির তত্ত্বাবধানে ৪ দিনের সিলেকশান ক্যাম্প সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়। সেখান থেকে বাছাই করা ২০ ক্রিকেটার নিয়ে পরদিন থেকে চলছে স্কিল ক্যাম্প। ১০ দিনের এই সিলেকশান ক্যাম্প শেষে আগামী ১৫ ফেব্রুয়ারি খুলনার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়বে ১৭ সদস্যের বিভাগীয় দল। এদিকে ইয়ং টাইগারদের প্রস্তুতি দেখতে মঙ্গলবার সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠ পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আহবায়ক ও বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন। এ সময় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. সিহাব উদ্দিন, সদস্য শাহনেওয়াজ রিটন ও কোচ মোমিনুল হকসহ সংস্থার উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার ক্ষুদে ক্রিকেটারদের সাথে কুশল বিনিময় করেন এবং ভালো সাফল্যের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।