স্মরণকালের ভয়াবহ আগুনে পুড়েছে খুলনার রূপসা উপজেলার সালাম জুটমিলের পাটগুদাম। ভয়াবহ এ আগুনে পুড়েছে জুট মিলের শত কোটি টাকার মালামাল। গতরাত ১ টায় এ রিপোর্ট লেখার সময় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলস কাজ করে যাচ্ছিলেন। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছিল। ফায়ার সার্ভিসের সঙ্গে সঙ্গে আগুন নিভানোর কাজে অংশ নিচ্ছেন নৌবাহিনীর দুটি ইউনিটের সদস্যরা। খবর বাংলানিউজের।
এর আগে গতকাল বিকেল সোয়া ৫টার দিকে জাবুসা চৌরাস্তা মোড় এলাকায় অবস্থিত সালাম জুটমিলের ৩ নম্বর গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে প্রায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মিল কর্তৃপক্ষ। এলাকাবাসী জানান, বিকেলে সালাম জুট মিলের ৩ নম্বর গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের দুটি গুদামে ছড়িয়ে পড়ে। এসময় গুদামে কর্মরত শ্রমিকরা আত্মরক্ষার্থে গুদাম থেকে বের হয়ে আসেন।
প্রতিষ্ঠানের ম্যানেজার বশির আহম্মেদ জানান, ৩ নম্বর গুদামে অবস্থিত একটি মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে ১ ও ২ নম্বর গুদামেও আগুন ছড়িয়ে পড়ে।