ফাইনালের আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচে জয়ের কোন বিকল্প নেই। তেমন একটি ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম এবং খুলনা । শেষ পর্যন্ত বিদায় নিতে হলো খুলনাকে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলেরর এলিমিনেটর রাউন্ডের ম্যাচে খুলনাকে ৭ রানে হারিয়ে ফাইনালের আশা জিইয়ে রাখল চট্টগ্রাম। এই ম্যাচটি চট্টগ্রাম এবং খুলনার না বলে দুই ক্যারিবীয়ান ব্যাটসম্যান চাডউইক ওয়ালটন এবং আন্দ্রে ফ্লেচারের বললে ভুল বলা হবে না। এই দুই ক্যারিবীয়ানের লড়াইয়ে শেষ পর্যন্ত ওয়ালটনের। ওয়ালটনের অপরাজিত ৮৯ রানের ইনিংসে চট্টগ্রাম পায় ১৮৯ রানের পুঁজি। ফ্লেচারের ৫৮ বলে অপরাজিত ৮০ রানের ইনিংসে খুলনা থামে ১৮২ রানে। টস হেরে চট্টগ্রামের শুরুটা ভাল ছিল না। ১৬ রানে হারায় দুই উইকেট। ৫৪ রানে পৌঁছতে ফিরেন ৩২ বলে ৩৯ রান করা লুইস। এরপর দলকে টানতে থাকেন ওয়ালটন। শেষ দিকে তাকে কিছুটা সঙ্গ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এই দুইজনের ব্যাটে চড়ে শেষ পর্যন্ত ১৮৯ রান সংগ্রহ করে চট্টগ্রাম। ওয়ালটন ৪৪ বলে ৭টি চার এবং ৭টি ছক্কার সাহায্যে ৮৯ রান করে অপরাজিত থাকেন। মিরাজ করেন ৩০ বলে ৩৬ রান। তিনি ২টি চার এবং একটি ছক্কা মারেন। ১০ রান করেন শামীম হোসেন। খুলনার পক্ষে ২টি উইকেট নেন খালেদ। ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৩ রানে মেহেদী হাসান এবং সৌম্য সরকারকে হারায় খুলনা। এরপর জুটি বাধেন ফ্লেচার এবং মুশফিক। ৬৪ রানের জুটি গড়েন দুজন। ২৯ বলে একটি চার এবং চারটি ছক্কার সাহায্যে ৪৩ রান করে মুশফিক ফিরলে ভাঙ্গে এজুটি। এরপর ইয়াসির আলি রাব্বির সাথে ৬৫ রানের আরো একটি জুটি গড়েন ফ্লেচার। ইয়াসির ২৪ বলে ২টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ৪৫ রান করে ফিরলেও দলকে জয়ের রাস্তায় রেখে আসেন। ১৯ তম ওভারের তৃতীয় বলে ইয়াসির যখণ ফিরেন তখন খুলনার প্রয়োজন ১১ বলে ১৮ রান। শেষ ওভারে ১৬ রানের দরকার পড়ে খুলনার। কিন্তু ফ্লেচার এবং থিসারা পেরেরার মত ব্যাটসম্যানের সামনে বুদ্ধিদীপ্ত বোলিং করে মিরাজ দিয়েছেন মাত্র ৮ রান। আর তাতেই ৭ রানের দারুন এক জয়ে ফাইনালের আশা জিইয়ে রাখল চট্টগ্রাম। ৫৮ বলে ৬টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ৮০ রানে অপরাজিত থেকেও ম্যাচ জেতাতে পারেননি ফ্লেচার। চট্টগ্রামের পক্ষে ২টি উইকেট নিয়েছেন মিরাজ। ম্যাচ সেরা হয়েছেন চাডউইক ওয়ালটন।