কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে জমি নিয়ে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে বিরোধ বাড়ছে। সেই বিরোধের সূত্র ধরে রক্তারক্তি ও খুনাখুনির মত ঘটনাও বেড়েছে আশঙ্ক্ষাজনক ভাবে। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার দুপুরে খুরুশকুল ইউনিয়নের মধ্যম রাস্তার পাড়ায় বড় ভাইয়ের হাতে খুন হন ছোট ভাই। নিহত বেলাল হোসেন (৪০) ওই এলাকার মৃত মো. শাহাব উদ্দীনের ছেলে। নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে কঙবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, খুরুশকুল ইউনিয়নের মধ্যম রাস্তার পাড়ার বাসিন্দা মো. শাহাব উদ্দীন জীবিত থাকা অবস্থায় তার মেজো ছেলে বেলাল হোসেন নিজে আলাদা বসতভিটা কিনে পরিবার নিয়ে বসবাস করতেন। বছর খানেক আগে শাহাব উদ্দীন মারা যান। বাবার মৃত্যুর পর বেলাল ভাইদের কাছে পৈত্রিক সূত্রে প্রাপ্য বসতভিটার মালিকানা দাবি করেন। এ নিয়ে বড় ভাই মোস্তাক আহমদের সঙ্গে ছোট ভাই বেলাল হোসেনের বিরোধ বাধে। কিছুদিন আগে বেলাল পৈত্রিক সূত্রে প্রাপ্য তার বসতভিটার অংশ বিশেষ সীমানা দিয়ে ঘিরে ফেলেন। এরপর দুপক্ষের বিরোধ মীমাংসার জন্য স্থানীয় ইউপি সদস্যের মধ্যস্থতায় শুক্রবার জুমার নামাজের পর সালিশী বৈঠকের দিন ধার্য করা হয়।
ওসি জানান, বৃহস্পতিবার দুপুরে বেলাল হোসেন তার সীমানা দেওয়া বসত ভিটাটি দেখতে গেলে বড় ভাই মোস্তাক আহমদের সঙ্গে তার তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই ভাই হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন বেলাল হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কঙবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি রফিকুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কঙবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।