খুরশিদা বেগম

| শুক্রবার , ১১ জুলাই, ২০২৫ at ১১:৫২ পূর্বাহ্ণ

সাবেক ক্রিকেটার আমিরাত প্রবাসী ইঞ্জিনিয়ার মীর শাহাদাত উল্লাহ্‌ (মিল্টন) এর মা খুরশিদা বেগম (৮০) গতকাল ১০ জুলাই সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহেরাজেউন)। তিনি বেশ কিছুদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। বাদ আসর কাজেম আলী স্কুল মাঠে জানাজা শেষে তাকে হযরত মিসকিন শাহ কবরস্থানে দাফন করা হয়। চন্দনপুরা দানার বাপের বাড়ি নিবাসী এ মহীয়সী নারী তিন পুত্র, ছয় কন্যা ও নাতিনাতনিসহ অসংখ্য আত্মীয়গুণগ্রাহী রেখে গেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকিন্ডারগার্টেন বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার বিতরণ কাল
পরবর্তী নিবন্ধইউসেপের আটটি টেকনিক্যাল স্কুলের গড় পাশের হার ৯৯ দশমিক ২৬ শতাংশ