খুন হয়েছেন মা, বাবা কারাগারে কী হবে অবুঝ ৩ শিশুর!

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ at ৫:১০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় খুনের শিকার হয়েছেন মা। অন্যদিকে মাকে খুনের দায়ে জেলে রয়েছেন বাবাও। তাদের ৩ ও ৭ বছরের দুটি ছেলে সন্তান ও ১০ বছরের ১টি কন্যা সন্তান রয়েছে। এখন কী হবে এই তিন শিশুর? প্রশ্ন স্বজনদের।

জানা যায়, গত ১৫ জানুয়ারি ভোররাতে রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি নতুন পাড়া এলাকায় ভাড়া ঘরে খুন হয়েছিলেন জরিনা বেগম (২৪) নামে এক গৃহবধূ। আগেরদিন রাতে স্বামীর সাথে ঝগড়ার রেশ ধরে গভীর রাতে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় তার বিরুদ্ধে থানায় হত্যা মামলা দিলে পুলিশ স্বামী শাহ আলম ওরফে হাসানকে (৩০) গ্রেপ্তার করে জেলে পাঠায়। তাদের বাড়ি রাঙামাটির লংগদু উপজেলার মাইনি এলাকায় হলেও বর্তমানে তারা রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি নতুন পাড়ায় ভাড়া বাসায় থাকতেন। বুধবার দিনগত রাত ৩ টার দিকে মাইনির নিজ গ্রামে গৃহবধূর লাশ দাফন করা হয়। এরপর থেকে অবুঝ এই তিন শিশু মামার সাথে নানার বাড়িতেই রয়েছে বলে জানা যায়। এদিকে এরআগে মায়ের লাশের সাথে থানায় এসেছিলো অবুঝ দুই শিশু। এরপর ময়নাতদন্ত করে মায়ের লাশ আনা হবে সেজন্য থানার সামনের একটি দোকানে মামার সাথে অপেক্ষায় ছিল তারা। এসময় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। থানা সদরের ব্যবসায়ী দিদারুল আলম তাদের কয়েকটি ছবি ফেসবুকে দিয়ে লেখেন, ‘মাঝে মাঝে মনে হয় মানুষ থেকে পশুপাখি অনেক ভালো। মাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে গেছে ময়নাতদন্ত করার জন্য। আর অবুঝ শিশু দুইটা বসে আছে মামার সাথে। গাড়ির দিকে থাকিয়ে আছে মা কখন শহর থেকে আসবে সেই অপেক্ষায়।’ মামলার বাদী নিহত জরিনার ভাই আবদুল খালেক বলেন, ১১ বছর আগে তার সাথে বোনের বিয়ে দিয়েছিলেন। স্বামী পেশায় দিনমজুর ছিল। কিন্তু ঠিকমতো কাজকর্ম করতো না, আমার বোনকে প্রায় সময় মারধর করতো। তার তিন সন্তানের মধ্যে বড় মেয়ে সানজিদা আক্তার (১০) আমার কাছেই থাকতো। জাহিদুল ইসলাম () ও মোজাহিদুল ইসলাম () তাদের সাথে ছিলো। তাদের কান্নার আওয়াজ শুনেই প্রতিবেশী ভাড়াটিয়ারা এসে লাশ দেখতে পেয়েছিলো। অবুঝ এই তিন শিশুর কি হবে জানি না, তবে ভাগ্নির সাথে সাথে এখন এই দুই ভাগ্নেও তার সাথে রয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধ৯ কোটি টাকাসহ নওফেল পরিবারের ২৫ ব্যাংক হিসাব জব্দ
পরবর্তী নিবন্ধভরাট করা হচ্ছে শতবর্ষী পুকুর