নগরীতে গার্মেন্টসকর্মীকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার স্বামী ও সতীনকে একদিনের রিমান্ড দিয়েছে আদালত।
আজ শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে তাদের রিমান্ড দেওয়া হয় বলে জানান খুলশী থানার পরিদর্শক (তদন্ত) আফতাব হোসেন। বাংলানিউজ
রিমান্ডের আদেশপ্রাপ্ত দুইজন হলো শরীফ মিয়া (৩০) ও তার দ্বিতীয় স্ত্রী রিনা আক্তার (২৩)।
গতকাল শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে খুলশী থানাধীন বাটালি হিল এলাকায় ইসলাম কলোনির একটি বাসা থেকে ফারজানা আক্তার বুলুর (২৭) মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বামী ও সতীন মিলে তাকে খুন করে আত্মহত্যা করেছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বলে জানিয়েছে পুলিশ।
আফতাব হোসেন বলেন, “পারিবারিক কলহের জের ধরে ফারজানাকে খুন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। শরীফ দুই স্ত্রী ফারজানা ও রিনাকে নিয়ে এক বাসায় থাকত। পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে শরীফ ও রিনা মিলে শ্বাসরোধ করে ফারজানাকে খুন করে। এরপর লাশের গলায় ওড়না পেঁচিয়ে সেটি রান্নাঘরের চালের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে।”
তিনি বলেন, “ঘটনার পর শরীফ মিয়া ও তার দ্বিতীয় স্ত্রী রিনা আক্তারকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে হাজির করলে আদালত এক দিন করে রিমান্ড মঞ্জুর করে।”