চকরিয়ার খুটাখালীতে অভিযান চালিয়ে প্রায় ২০ একর বনভূমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখান থেকে ২০টি অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়। কঙবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জ আওতাধীন জুমনগর এলাকায় গত মঙ্গলবার দিনব্যাপী এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড মো. তানভীর হোসেন।
তিনি বলেন, জুমনগর এলাকায় প্রায় ২০ একর বনভূমি দখলে নেয় ভূমিদস্যুরা। এরপর সেখানে নির্মাণ করা হয় অবৈধ স্থাপনা। সরকারি বনভূমি উদ্ধারে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে ফাঁসিয়াখালী ও ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, বিট কর্মকর্তা যথাক্রমে ডুলাহাজারার মো. ইলিয়াছ হোসেন, খুটাখালীর সৈয়দ মোহাম্মদুল হক, ফাঁসিয়াখালীর আবুল হোসেন, ফুলছড়ির আকরাম হোসেন, মেধাকচ্ছপিয়ার জসীম উদ্দিনসহ চকরিয়া থানার একদল পুলিশ সহায়তা করেন।












