কক্সবাজারের চকরিয়ার খুটাখালীতে জানাজায় অংশগ্রহণ করতে যাওয়ার পথে অতর্কিত সন্ত্রাসী হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে বয়োজ্যেষ্ঠ শিক্ষকসহ
তিনজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার সময় ছিনতাইয়ের চেষ্টা করা হয় তাদের বহনকারী একটি মোটরসাইকেলও। গত ৭ নভেম্বর বিকেল পৌণে চারটার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের খুটাখালী বাজারস্থ বশির মার্কেটের সামনে এই হামলা ও মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টার ঘটনাটি ঘটে।
হামলায় আহতরা হলেন, ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বাসিন্দা সরওয়ার জাহান, সাইফুদ্দিন মাহমুদ ও নাপিতখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। আহতরা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
থানায় রুজুকৃত মামলার এজাহারে ঘটনায় জড়িত হিসেবে আসামি করা হয়েছে- খুটাখালী ইউনিয়নের পূর্ব পাড়ার আবদুর রহমানের ছেলে মো. অভি (২৬), মেদাকচ্ছপিয়া গ্রামের ইসলাম মাঝির ছেলে মো. রিদুয়ান (২৫), পূর্বপাড়ার মো. সাজ্জাদ (২৪) ও মাইজপাড়ার রহিম উল্লাহর ছেলে মো. রোকন উদ্দিনকে (২৮)। তবে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওমর ফারুক বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’