খুটাখালীতে সন্ত্রাসী হামলায় শিক্ষকসহ তিনজন আহত

| শুক্রবার , ১১ নভেম্বর, ২০২২ at ৭:৪৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ার খুটাখালীতে জানাজায় অংশগ্রহণ করতে যাওয়ার পথে অতর্কিত সন্ত্রাসী হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে বয়োজ্যেষ্ঠ শিক্ষকসহ

তিনজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার সময় ছিনতাইয়ের চেষ্টা করা হয় তাদের বহনকারী একটি মোটরসাইকেলও। গত ৭ নভেম্বর বিকেল পৌণে চারটার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের খুটাখালী বাজারস্থ বশির মার্কেটের সামনে এই হামলা ও মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টার ঘটনাটি ঘটে।
হামলায় আহতরা হলেন, ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বাসিন্দা সরওয়ার জাহান, সাইফুদ্দিন মাহমুদ ও নাপিতখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। আহতরা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
থানায় রুজুকৃত মামলার এজাহারে ঘটনায় জড়িত হিসেবে আসামি করা হয়েছে- খুটাখালী ইউনিয়নের পূর্ব পাড়ার আবদুর রহমানের ছেলে মো. অভি (২৬), মেদাকচ্ছপিয়া গ্রামের ইসলাম মাঝির ছেলে মো. রিদুয়ান (২৫), পূর্বপাড়ার মো. সাজ্জাদ (২৪) ও মাইজপাড়ার রহিম উল্লাহর ছেলে মো. রোকন উদ্দিনকে (২৮)। তবে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওমর ফারুক বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধরং সাইডে এসে স্কুটিকে কাভার্ড ভ্যানের ধাক্কা মহিলার মৃত্যু
পরবর্তী নিবন্ধগণমাধ্যমে দেয়া বক্তব্যের ব্যাখ্যা দিতে বাড়তি সময় চান ডিন হেলাল নিজামী