খুচরো পয়সা কেনা নিয়ে ক্রেতাদের মধ্যে এ মারামারি

বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:১৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের ভিতরে মারামারির ঘটনা ঘটেছে। খুচরো পয়সা কেনা নিয়ে ক্রেতাদের মধ্যে এই মারামারি হয়। গতকাল সকাল এগারটা নাগাদ সংঘটিত এই ঘটনা পুলিশী হস্তক্ষেপে মীমাংসা হয়েছে।

পুলিশ এবং সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক থেকে নতুন টাকা, খুচরো টাকা এবং খুচরো পয়সা কিনে নিয়ে নগরীর বিভিন্ন পয়েন্টে বিক্রি করে কিছু লোক। বিশেষ করে শহর এলাকার বাসগুলোর কন্ট্রাক্টরেরা এসব খুচরো পয়সা কিছুটা বাড়তি দামে কিনে নেয়।

গতকাল সকালে খুচরো পয়সা কেনার জন্য বিশ ত্রিশজন নারী পুরুষ বাংলাদেশ ব্যাংকের কাউন্টারে গিয়ে ভিড় করেন। এসময় কথাকাটাকাটির জের ধরে তারা পরস্পর মারামারিতে লিপ্ত হয়। মারামারি চলার সময় পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

বাংলাদেশ ব্যাংকের মতো একটি স্পর্শকাতর স্থানে এই ধরণের ঘটনা অনভিপ্রেত বলে মন্তব্য করে পুলিশ বলেছে, একেবারে সাধারণ শ্রেনির কিছু মানুষ ওখানে ভাংতি টাকা কিনতে যান। তারা বিভিন্ন সময় কথায় কথায় নিজেদের মধ্যে ঝগড়া এবং মারামারি করে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অতিসাধারণ এসব মানুষকে আমরা মানবিক কারনে খুচরো টাকা, পয়সা দিই। তারা এগুলো কিনে নিয়ে যায়। কিন্তু নিজেদের মধ্যে ঝগড়াঝাটি শুরু করে। তখন আমাদের আর কিছু করার থাকে না।

পূর্ববর্তী নিবন্ধপণ্য নিয়ে সাগরে ভাসছে আড়াইশর বেশি জাহাজ
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে আহত ঈগল উদ্ধার