খুঁটিতে কাজ করতে গিয়ে পল্লী বিদ্যুৎ কর্মী গুরুতর আহত

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ৮ মে, ২০২২ at ১১:৩২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় বিদ্যুতের খুঁটিতে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিমুল ওয়াদুদ (৩৫) নামে এক পল্লী বিদ্যুৎ কর্মী গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ঘাটচেক রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদ্যুৎ বন্ধ রেখে খুঁটিতে কাজ করার পর কিভাবে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটলো বিষয়টি রহস্যজনক বলছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে বিদ্যুৎ কর্মী মনিমুল খুঁটিতে কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার নিথর ও অর্ধ পোড়া দেহ খুঁটিতে ঝুলে পড়ে। পরে পল্লী বিদ্যুৎ কর্মীরা খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জোবাইদা নাহার বলেন, আহত ব্যক্তির ৩৫ শতাংশ পুড়ে গেছে। তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।

পল্লী বিদ্যুতের রাঙ্গুনিয়া কার্যালয়ের ডিজিএম মাধব নাগ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত কর্মীর চিকিৎসার কাজে একটু ঝামেলায় আছি। বিদ্যুৎ বন্ধ থাকার পরও কিভাবে লাইনম্যান বিদ্যুৎস্পৃষ্ট হল তা এখন বলা যাচ্ছে না। চট্টগ্রামে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া ইউনিটি ফোরামের ঈদ পুনর্মিলনী ও অভিষেক
পরবর্তী নিবন্ধজনগনের সরকার প্রতিষ্ঠা করতে ঐক্যের বিকল্প নেই