খিলগাঁও ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

| বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলে থাকা এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম রুবেল। তিনি রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। খবর বুধবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর বাংলানিউজের।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খিলগাঁও ফ্লাইওভার দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি কভার্ডভ্যান রুবেলের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

তিনি আরও জানান, নিহত পুলিশ সদস্যের লাশ মুগদা হাসপাতালের আছে। নিহতের বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধইমাম শেরে বাংলার ৫৮তম ওরশ আজ
পরবর্তী নিবন্ধরাউজান ক্লাবের দুস্থদের মাঝে কম্বল বিতরণ