গাউসিয়া কমিটি বোয়ালখালী উপজেলার উপদেষ্টা খায়ের আহমদ সওদাগর (৭৫) গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিনই রাত ৯টায় সৈয়দপুর তৈয়্যবিয়া কমপ্লেক্স ময়দানে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি কমর উদ্দিন সবুর, সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাস্টার, বোয়ালখালী উপজেলার সভাপতি নুরুল ইসলাম মুন্সি, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম, তৈয়্যবিয়া কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ সালাউদ্দিন শোক জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।